ভয়ঙ্কর মাছ ‘হাগফিস’ যা নিমিষেই পানিকে জমিয়ে জেলির মত করে ফেলতে পারে (ভিডিও)
সামুদ্রিক মাছ ‘হাগফিশ’ অনেকটা আমাদের দেশের বাইন মাছের মত দেখতে, আরো সুক্ষ্মভাবে বলতে গেলে বলতে হয় ইলেকট্রিক ইল মাছের মত দেখতে। ইল মাছের সাথে এদের এতটাই মিল আছে যে , কখনো কখনো এদেরকে সেলাইম ইল বা আঠালো ইল বলা হয়।
সেলাইম ইল বা আঠালো ইল বলার অবশ্য কারন আছে। কারন এই হাগফিশের আছে বিশেষ এক ক্ষমতা , এরা নিজেদেরকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য কিংবা শিকার ধরার জন্য শরীর থেকে নিঃসৃত করতে পারে এক বিশেষ রস, আর পানি সেই রসের সংস্পর্শে আসলে মূহুর্তেই জমে আঠালো পর্দার্থে পরিনত হয়।
হাগফিশ গভীর সমুদ্রের তলদেশে বসবাসকারী একটি প্রানী। এদেরকে আবার জীবন্ত জীবাশ্ম বা living fossil ও বলা হয় , কারন প্রাগহৈতিহাসিক যুগের এ মাছ ৩০০ মিলিয়ন বছর আগেও যেমন ছিল বর্তমান সময়েও ঠিক তেমনই আছে। ৩০০ মিলিয়ন বছর ধরেই তারা একই রকমই আছে। জানামতে পৃথিবীতে হাগফিশই একমাত্র প্রাণী, যার মাথার খুলি আছে অথচ মেরুদন্ড নেই।
ভিডিও:
মন্তব্য চালু নেই