বৌয়ের গোসলের ভিডিও করতে গিয়ে ভূতের সামনে (ভিডিও)

ভেলকিবাজির কোনও বিজ্ঞাপন এটা নয়! অতিচালাক আপনি, ভূতে আদ্যপান্ত অবিশ্বাসী হলে, এই ছবি নিয়ে কাটাছেঁড়া করতে বসতেই পারেন। ফিরে ফিরে দেখতেও পারেন ভিডিয়ো এডিটিং-এর ভেলকিবাজি আছে কি না, কিন্তু, ঘটনা হল ক্যামেরার সামনে সাক্ষাত্ হাজির ভূত!
মূল প্রসঙ্গে ফেরা যাক। এই প্রথমবার ভূতের সামনে পড়লেন এক দম্পতি। টয়লেটে স্ত্রীর ভিডিও করছেন তার স্বামী। কোন বদ মতলব নিয়ে নয়, নেহাত মজা করেই।
হঠাত্ কিছু একটা দেখা গেল ক্যামেরার সামনে, অচেনা উপস্থিতি! মুহূর্তের জন্য দেখা দিয়ে, মিলিয়ে যায়। চোখের ভুল ? নিজের চোখকে বিশ্বাস হয়নি বলেই ফিরে ফিরে দেখেন সেই মহিলার সাহসী স্বামী।
ভুত আছে কি নেই তা নিয়ে এখন পর্যন্ত চলে তর্ক। আবার দেখা যায় ভূতের প্রসঙ্গ উঠলে অনেকে বেশ বাড়াবাড়ি করে ফেলেন।ছোট বেলাতে দাদি নানীদের কাছে থাকতো ভূতের গল্পের বিশাল ভাণ্ডার।
নিশিভূত থেকে স্কন্ধকাটা, ভূতের কত বিচিত্রি! ভূতে অবিশ্বাসীরা এসবই তুড়ি মেরে ওড়ালেও আমাদের সাহিত্যে-সিনেমাতেও কিন্তু ভূতের ভাণ্ডার কম নয়।

https://youtu.be/xICyrG-Ic3c































মন্তব্য চালু নেই