‘খালেদা জিয়ার মামলায় কী এমন মধু আছে!’
‘খালেদা জিয়ার মামলায় কী এমন মধু আছে যে এত তাড়াহুড়ো করে শেষ করতে হবে। এটা রাজনৈতিক প্রতিহিংসায় করা মামলা। প্রায় ৩০ লাখ মামলা ২০ থেকে ২৫ বছর ধরে ঝুলে আছে। সেগুলোর কোনো খবর নেই। আর মাত্র কিছুদিন আগে করা মামলায় কী উদ্দেশ্য আছে যে কোনো সময় না দিয়েই ন্যায়বিচারের তোয়াক্কা না করে তাড়াহুড়ো করা হচ্ছে।’
বৃহস্পতিবার বকশীবাজারের কারা প্যারেড গ্রাউন্ডে বিশেষ জজ আদালতে খালেদার মামলার শুনানি চলাকালে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এসব মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, ‘এখানে অনেকেই উপস্থিত আছেন যাদের বয়স ৩০ বছর। তাদের জন্মের আগেরও মামলা পড়ে আছে। সেগুলো নিষ্পত্তিতে কোনো গতি নেই। প্রধান বিচারপতি লাখ লাখ মামলার জট কমানোর জন্য সারা দেশে ক্যাম্পেইন করছেন। তবুও কোনো অগ্রগতি হচ্ছে না। অথচ খালেদার মামলা নিয়ে সবাই টানাটানি করছেন। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো মামলা হয়নি। ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ রয়েছে। এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকল। সবাই জানবে, তিন বারের প্রধানমন্ত্রীর নামে সাজানো দুর্নীতির মামলা করা হয়েছিল।’
মন্তব্য চালু নেই