কুকুরের দুধ পান করে বড় হচ্ছে সিংহশাবক

গাজায় এক সিংহশাবক কুকুরমায়ের দুধ পান করে বেঁচে আছে। কুকুরটি তার শাবকের পাশাপাশি মমতার পরশে সিংহশাবকটেও বাঁচিয়ে রেখেছে।

ঘটনাটি ঘটেছে গাজা সিটির তারফিহিয়া চিড়িয়াখানায়। একটি সিংহি তিনটি শাবকের জন্ম দেয়। কিন্তু সম্ভবত মানসিক কারণে সে তার শাবকদের দুধ পান করানো তো দূরের কথা কাছেও ঘেষতে দেয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, বন্দিদশার কারণে সিংহিটি এমন আচরণ করছে।

dog2_1

দুধ পান না করে তিনটির মধ্যে দুটি শাবক মারা যায়। অন্যটিও মারা যেতে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়। তখন গাজা চিড়িয়াখানা কর্মীরা তখন ইন্টারনেটের মাধ্যমে কানাডার এক পশুবিশেষজ্ঞের পরামর্শ নেন। তিনিই বলেন, কুকুরের দুধ সিংহীর দুধের কাছাকাছি। ফলে কুকুরির দুধ পান করে সিংহশাবকদের বেড়ে ওঠা কোনো সমস্যা হবে না।

dog3_1

এই পরামর্শ মেনে চিড়িয়াখানাকর্মীরা সদ্য মা হওয়া একটি কুকুরের সাহায্য নেয়। প্রথমে ইতস্ততা করলেও পরে কুকুরটিও এগিয়ে আসে। সে তার শাবকদের পাশাপাশি সিংহশাবকটিকে দুধ পান করাতে থাকে।

dog4_1

চিড়িয়াখানা ম্যানেজার ইব্রাহিম সবিতা বলেন, কুকুরটি তার বাচ্চাদের দুধ পান করানোর পরপরই সিংহশাবকটিকে দুধ পান করায়।
সূত্র : ডেইলি মেইল



মন্তব্য চালু নেই