কলকাতার অভিনেতা সোহম ঢাকায়
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম। ১৫ জুন সোমবার দুপুর ১টায় ঢাকায় পৌছান তিনি। যৌথ প্রযোজনার সিনেমা রকেট’র মহরত অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকায় এসেছেন এ অভিনেতা। এ তথ্য নিশ্চিত করেছেন এ সিনেমার পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘থাইল্যান্ডে একটি সিনেমার শুটিংয়ে ছিলেন সোহম। সেখান থেকেই আজ দুপুরে বাংলাদেশে এসেছেন তিনি।’
এ সিনেমায় সোহমের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। আজ সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এ মাসের শেষের দিকে শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস ও ভারতের ডাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও ভারতের রাজ চন্দ্র।
লে হালুয়া লে, জানেমান, বোঝেনা সে বোঝেনা, অমানুষ, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, লাভেরিয়া, বাঙালি বাবু ইংলিশ মেম’সহ ওপার বাংলার বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সোহম। এ দিকে আমার আছে জল, জোনাকির আলো, সুইটহার্ট সিনেমায় অভিনয় করেছেন মিম।
মন্তব্য চালু নেই