চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১
চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ৭১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৬২জন।
রোববার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘রোববার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬২ জন, নিয়মিত মামলায় ৭জন ও নাশকতার মামলায় শিবিরের ২ জনসহ মোট ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ’
অভিযান চলাকালে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।
মন্তব্য চালু নেই