ভেনেজুয়েলার কাছে হোঁচট খেল কলম্বিয়া

টুর্নামেন্টে অন্যতম ফেভারিট তারা। বিশেষ করে রাদামেল ফ্যালকাও আর হামেস রদ্রিগেজের কারণে এবারের কোপা আমেরিকার সম্ভাব্য বিজয়ী হিসেবে তাদেরই ভেবে রেখেছিল অনেকে। কিন্তু প্রথম ম্যাচেই অপ্রত্যাশিতভাবে ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে হোঁচট খেতে হলো কলম্বিয়াকে।

রাদামেল ফ্যালকাও, হামেস রদ্রিগেজদের মতো তারকা থাকা সত্ত্বেও শুরুতেই বড় ধাক্কা খেলো কলম্বিয়া। রবিবার রাতে সি গ্রুপের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার হয়ে একমাত্র গোলটি করেন দলের স্ট্রাইকার হোসে সলোমন রনডন৷ অথচ, ফিফা র‌্যাংকিংয়ের দিকে তাকান! কলম্বিয়ার চেয়ে ৬৮ ধাপ পেছনে রয়েছে ভেনেজুয়েলা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে রনডনের হেড বারে লেগে ফিরে আসে৷ তবে পাঁচ মিনিট পর হেডারে গোল দিতে আর কোনও ভুল করেননি তিনি৷ ২০১৩ সেপ্টেম্বরের পর আন্তর্জাতিক ম্যাচে গোল দিলেন রনডন৷

৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা দলটি৷ এদিন গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন রিয়াল স্ট্রাইকার রদ্রিগেজ৷বৃহস্পতিবার কলম্বিয়ার পরবর্তী প্রতিপক্ষ দুঙ্গার ব্রাজিল৷ শুক্রবার ভেনেজুয়েলার মুখোমুখি হবে পেরু৷



মন্তব্য চালু নেই