আ’লীগ এখন আইয়ুবের অনুসারী : রব

ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন পাকিস্তানী সাবেক স্বৈরশাসক আইয়ুবের অনুসারী বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।

তিনি বলেছেন, ‘অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, এসবে আর কোনোদিনই আওয়ামী লীগ ফিরতে পারবে না। এসব পথ আওয়ামী লীগের জন্য রুদ্ধ।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে রবিবার দুপুরে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জেএসডি সভাপতি আ স ম রব বলেন, ‘আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চালু করতে পারতাম, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারতাম, তাহলে আমাদের জাতির আরও অনেক বেশি সাফল্য আসত।’

তিনি বলেন, ‘জনগণের সম্পদ জনগণের জন্য ব্যয় করার এখতিয়ার আছে কেবল জনগণের সম্মতির ভিত্তিতে, জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার আর কারও নেই। সুতরাং উন্নয়নের দোয়াই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার হরণ করা স্বৈরাচার আইয়ুব খানের মডেল। জনগণ এই মডেল অনেক আগেই প্রত্যাখান করেছে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন ঘোষিত বাজেট পূনবির্নাসের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেএসডি সহ-সভাপতি এম এ গোফরান, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক রাজা, এস এম আনছার উদ্দিন, ফিরোজ আলম মিলন প্রমুখ।



মন্তব্য চালু নেই