আমিন খান যখন প্রভার নায়ক

বছর কয়েক ধরেই আমিন খানকে ছোটপর্দায় অভিনয় করতে দেখা যায়। খুব কম কাজ করলেও বিশেষ দিবসগুলোতে আমিন খানের উপস্থিতি দেখার মতো। এবারের ঈদেও তার ব্যতিক্রম ঘটছে না। একাধিক নাটকে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি প্রভার সঙ্গে একটি নাটকে অভিনয় করতে দেখা গেল তাকে। নাটকের নাম ‘গহীনে অরণ্য’।

আমিন খান বলেন, ‘প্রভা অনেক ভাল একজন অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করে বেশ ভালো লেগেছে। আর নাটকের গল্পটাও অন্যরকম। দর্শক অন্যরকম একটি নাটক দেখতে পাবে।’

এছাড়া আরও দুটি নাটকে দেখা যাবে আমিন খানকে।



মন্তব্য চালু নেই