মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় চিকিসৎক নিহত
রংপুর শহর থেকে বাড়ী ফেরার পথে মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দিলরুবা বেগম (৩৮) নামে এক উপ-সহকারী মেডিকেল অফিসার নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে গড়ের মাথা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি উপজেলার লতিবপুর গ্রামের বাসিন্দা।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, রংপুর শহর হতে ভাইয়ের মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন দিলরুবা বেগম। উপজেলার গড়ের মাথা নামকস্থানে পৌঁছামাত্র তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে, ওই চিকিৎসক গুরুতর আহত হলে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
মন্তব্য চালু নেই