মিঠাপুকুরে ১০৯ জনের আওয়ামী লীগে যোগদান
রংপুরের মিঠাপুকুর উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১০৯ জন আওয়ামী লীগে যোগদান করেছে। শুক্রবার সন্ধায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাঙ্গা।
এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক রাণীপুকুর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন, রাণীপুুকুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান আলী প্রামানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সবুজ, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মাহাবুবুল আলম মাষ্টারসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সদস্য রেজিষ্টেশন ফরম বাবদ জনপ্রতি ১০ টাকা প্রদান করে আওয়ামী লীগে ৮৫ জন নতুন সদস্য অন্তর্ভূক্ত ও ২৪ জন পুরাতন সদস্য নবায়ন করা হয়।
মন্তব্য চালু নেই