টেকনাফে এক জেলের লাশ উদ্ধার
টেকনাফ শাহপরীর দ্বীপ পচ্শিম বঙ্গোপসাগর সৈকতে এক জেলের লাশ পাওয়া গেছে। জেলের পরিচয় পাওয়া গেছে। সে হচ্ছে শাহপরীর দ্বীপ পচ্শিম পাড়ার আব্দুল করিমের পুত্র জাকির হোসেন (২৮)।
তার পারিবারিক সূত্রে জানা যায়, সে প্রতিদিনে ন্যায় গত ১৩ জুন সাগরে অন্যান্য ৪ জেলের সাথে সাগরে মাছ ধরতে যায়।যাওয়ার পথে সাগরের প্রচন্ড টেউতে নৌকাটি ডুবে গেলে নৌকাতে থাকা অন্যান্য ৪ জেলে সাতারিয়ে কূলে চলে আসলেও হত ভাগা জেলে জাকির হোসেনের সলিল সমাধি ঘটে।পুলিশ লাশ উদ্ধার করে প্রেরণ করেছে বলে পুলিশ সূত্রে জানায়।
মন্তব্য চালু নেই