যুগলবন্দী জোছনা

ডাক্তারের পরামর্শে অসুস্থ স্বামীকে নিয়ে পাহাড় আর অরণ্য ঘেরা সুন্দর এক জায়গায় বেড়াতে যায় মিমলু। স্ট্রোকের কারণে তার স্বামী ইমতিয়াজের একপাশ অবশ হয়ে যায়। বিয়ের তিন বছর হলেও এখনো কোনো সন্তান আসেনি তাদের ঘরে। তবে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একটা শূণ্যতা থাকলেও তাদের ভালোবাসায় কোনো ছেদ পড়েনি।

একদিন তাদের রেস্ট হাউজের বারান্দায় একটা তীর এসে পড়ে। তীরের মাথায় একটা পাকুর গাছের পাতা। কিন্তু তীরটি কোত্থেকে এলো বুঝতে পারে না তারা। মিমলু একদিন বনের ভিতর

বেড়াতে যায়। এ সময়ও একই রকম আরো একটি পাতা এসে পড়ে তার সামনে। তারপর আড়াল থেকে বেড়িয়ে আসে এক সুঠাম দেহের জংলী মানুষ। এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক যুগলবন্দী জোছনা।

তানিয়া নূরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। এতে অভিনয় করেছেন রোমানা, আরমান পারভেজ মুরাদ, আহমেদ রুবেল প্রমুখ। ১২ জুন, শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।



মন্তব্য চালু নেই