যেভাবে বরকে চমকে দিলেন কনে (ভিডিও)

বিয়ের দিনটি বোধহয় প্রত্যেকটি মানুষের জন্যই বিশেষ অনুভূতির দিন। এদিনই শুরু হয় নতুন জীবনের পথচলা। আর তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে চলে নানান চেষ্টা। তবে বিয়ের দিনটিকে অন্যবাবে স্মরণীয় করে রাখলেন মার্কিন নারী আরিয়ানা। বিয়ের আসরে উপস্থিত অতিথিদের সবার সামনেই সে চমকে দেয় তার বর রায়ানকে।
আমন্ত্রিত অতিথিরা সবাই যখন কনের জন্য অপেক্ষা করছিলেন তখনই সবাইকে চমকে দিয়ে গান গাইতে শুরু করেন বিয়ের কনে আরিয়ানা। তৈরি হয়ে যায় এক আবেগঘন মুহূর্ত। ক্যারি আন্ডারউডের ‘টেক এ লুক এট মি’ গানটি গেয়ে তিনি উপস্থিত সবাইবে মুগ্ধ করেন। আর তার ভালোবাসার এ পাগলামিতে আবেগাপ্লুত হয়ে চোখের পানি আটকে রাখতে পারেন নি তার স্বামী রায়ানও।
দেখুন চমৎকার সে ভিডিওটি
মন্তব্য চালু নেই