মেসির কারণেই থাকছেন বার্সায় কেঁদে কেঁদে বললেন আলভেজ
এ মাসেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দানি আলভেজের। কাতালান ক্লাব ছেড়ে নতুন কোন ক্লাবে ঠিকানা গড়ার পরিকল্পনা করছিলেন তিনি। তাকে পাওয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড এবং এসি মিলানের মতো ক্লাবও তৈরি ছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছুর পরিবর্তন। নতুন করে দুই বছরের চুক্তি করলেন বার্সেলোনার সঙ্গে। এর ফলে ২০১৭ সাল পর্যন্ত বার্সাতেই থাকছেন আলভেজ।
তাহলে এটা কিভাবে সম্ভব হলো? এমন প্রশ্ন যখন সবার মনেই ঘুর পাক খাচ্ছিল। ঠিক তখনই মুখ খুললেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান রক্ষণসৈনিক। জানালেন এর পেছনে বড় ভুমিকা লিওনেল মেসির।
বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে আলভেজ প্রায় কেঁদেই ফেলেছিলেন। এক পর্যায়ে আবেগাপ্লুত আলভেজ বলেন, ‘মেসি আমাকে বলল “দানি এখানেই থাক। তুমি কোথায় যাবে যেখানে এর চেয়ে আরও ভালোভাবে থাকতে পারবে।” এই শহরে আমাদের চমৎকার সব স্মৃতি রয়েছে। অসাধারণ আবহাওয়া। আর এসবগুলোই আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে।’
দেখতে দেখতে সাত বছর একত্রে কেটে গেল বার্সেলোনায়। এই সময়ে আলভেজের সবচেয়ে কাছের বন্ধুদের একজন হয়ে উঠেন মেসি। মাঠে, মাঠের বাইরে সবর্ত্রই মেসি-আলভেজ হয়ে উঠে দারুণ এক জুটি। আর এই জুটির মাঠের পারফরম্যান্সও ছিল উজ্জ্বল। চলতি মৌসুমেই ইতিহাসের একমাত্র ক্লাব হিসেবে দুইবার ত্রিমুকুট জয়ের মাইলফলক স্পর্শ করে।-ডেইলি মেইল
মন্তব্য চালু নেই