মিঠাপুকুরে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

“সুস্থ্য জাতি রাষ্ট্রের মেরুদন্ড” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয় শাপলা চত্বরে জনস্বাস্থ্য অধিকার আন্দোলন মিঠাপুকুর উপজেলা শাখার আহবায়ক মোতাব্বের হোসেন টমাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ, বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবে সহযোগী অধ্যাপক আব্দুস সোবহান, জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলন কারমাইকেল কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান মনির। বক্তারা ওষুধের অতিরিক্ত মুল্যবৃদ্ধি, ভেজাল ও নিমানের ওষুধ উৎপাদন ও বাজারজাত করণ বন্ধ, চিকিৎসার নামে নানামুখী ভোগান্তির তীব্র প্রতিবাদ জানান। তারা এ বিষয়ে জনগণকে সচেতন হয়ে জনগণকে এ আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।



মন্তব্য চালু নেই