প্রীতি জিনতার কথায় মঞ্চে নাচবেন ব্রেট লি !
‘আইপিএল’-এর সৌজন্যে বিশ্বের ক্রিকেটার আর বলিউড তারকাদের এক ধরণের সখ্যতা গড়ে উঠেছে। তার সুবাধে প্রীতি জিনতার অনুরোধে ‘নাচ বালিয়ে’-এর স্টেজে সুদূর অস্ট্রেলিয়া থেকে ভারতে উড়ে আসছেন পেসার ব্রেট লি।
জানা গেছে, প্রীতি জিনতার অনুরোধে এ বার নাচের মঞ্চে আসছেন ব্রেট লি। ‘নাচ বলিয়ে ৭’-এর গ্রেন্ড ফিনালেতে মঞ্চ মাতাতে আসবেন এই তারকা খেলোয়ার।
এর আগেও ৩৮-এর তরুণ ক্রিকেটার গিটার হাতে মঞ্চ মাতিয়েছেন। কিংবদন্তি শিল্পী আশা ভোঁশলের সঙ্গে একটি অ্যালবামেও গলা মিলিয়েছিলেন লি। ২০০৯ সালে হিন্দি ছবি ‘ভিক্টট্রি’-এ তাকে দেখা গিয়েছিল।
উল্লেখ্য, এবারের ‘নাচ বালিয়ে’-এর বিচারকদের একজন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা!
মন্তব্য চালু নেই