ভোলার চরফ্যাশনে অনুমোদনবিহীন ব্যাটারী চালিত অটোই বিদূৎতের লোডশেডিং কারণ
ভোলার চরফ্যাশন উপজেলায় অনুমোদনবিহীন ব্যাটারী চালিত আটো রিক্সা ও আটো বোরাক এর কারনেই চরফ্যাশনে বিদূৎতের ঘন ঘন লোডশেডিং। যা এখন জনদূভোগে পরিনত হয়েছে। চরফ্যাশনে বিদৎেতের গ্রহকরা গড়ে প্রতি দিন ২/৩ ঘন্টা বিদূৎ পাচ্ছে না।
জানা যায় চরফ্যাশন উপজেলায প্রায় ৩ হাজারেরও বেশী ব্যাটারী চালিত আটো রিক্সা ও আটো বোরাক রয়েছে। এগুলো চরফ্যাশন সদর থেকে গ্রাম-গঞ্জে বিদূৎতের সাহায্যে চার্জ দিয়ে থাকে।
শুধু তাই নয় এইসব অটোরিক্সায় ৪ টি করে ৬ বোল্টের ব্যাটারী, এবং আটো বোরাকে ৫ টি ১২ বোল্টের ব্যাটারী থাকে। যা প্রতিদিন রাতে প্রচুর চার্জ দিতে হয় এবং বিদূৎতের লোডশেডিং ঘটায়। তাই এসব দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
মন্তব্য চালু নেই