কোরআনকে চুমু খেলেন ফুটবল টিমের খ্রিষ্টান ক্যাপ্টেন

কোরআনকে চুমু খেয়ে আন্তার্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়ে উঠেছেন ইরানের ফুটবল টিমের খ্রিষ্টান ক্যাপ্টেন এন্ড্রানিক তাইমোনিয়ার।

তবে ঘটনাটি সম্প্রতি নয়। গতবছর ইরানের ফুটবল টিম কোরানকে চুমু খেয়ে বিশ্বকাপ খেলার উদ্দেশে রওনা হওয়ার সময় তাইমোনিয়ারও কোরানকে চুমু খান।

সেই সঙ্গে তিনি কোরানকে মাথার ওপর রেখে সম্মানও জানান। সম্প্রতি এ ছবিটি পোস্ট দেওয়া হয় ইরানের স্পোর্ট শাখার অফিসিয়ার ওয়েবসাইট থেকে।-দৈনিক এতেমাদ, আমাদেরসময়



মন্তব্য চালু নেই