অবিশ্বাস্য হলেও সত্যি সমুদ্রের নিচে আরেক নদী (ভিডিও)
শুনতে অদ্ভুত মনে হচ্ছে। এটা কি করে সম্ভব হতে পারে। সমুদ্র এমনিতেই পানিতে ভরপুর। তার নিচে আবার আলাদা নদী থাকে কিভাবে? নিজের চোখে না দেখলে এরকমটিই মনে হবে।
সমুদ্রের তলদেশে অবস্থিত এই নদীটি Cenote Angelita নামে পরিচিত। অদ্ভুত এই নদীটি মেক্সিকোর ইউকার্টান পেনিনসুলাতে অবস্থিত। এই নদীটির আরেক নাম “Little Angel”। এই নদীটির নিজস্ব স্বচ্ছ পানির প্রবাহ রয়েছে।
সমুদ্রের ৩০ মিটার নিচে টলটলে পরিস্কার পানি । ৬০ মিটার গভীরে আবার লবণাক্ত পানি। এর পরেই রয়েছে এ অদ্ভুত এই নদীটি। এ নদীর দুই ধারে গাছপালাও রয়েছে। তবে গবেষকদের মতে নদীর মত দেখতে হলেও এটি আসলে নদী নয়। তাদের মতে ব্যাকটেরিয়াদের কারণে তৈরি সালফাইড গ্যাসের কারণে সমুদ্রের নিচে এই এরকমটি সৃষ্টি হয়েছে। অবিকল দেখতে ওই নদীটি আসলে হাইড্রোজেন সালফাইডের স্তর।
ভিডিও:
মন্তব্য চালু নেই