সবাইকে ছাড়িয়ে গেল জুভেন্টাস
জিতলে অনন্য ইতিহাস গড়ত জুভেন্টাস। প্রথমবারের মতো ট্রেবল জেতার গৌরব অর্জন করতো ইতালির ক্লাবটি। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে গেছে তারা। তবে হেরেও নতুন রেকর্ড গড়েছে তুরিনের ওল্ড লেডিরা। যদিও রেকর্ডটা ‘লজ্জার’, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সবচেয়ে বেশি হারের রেকর্ড।
এবার নিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ষষ্ঠবার পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়ল জুভেন্টাস। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে হারের রেকর্ডে বায়ার্ন মিউনিখ ও বেনফিকাকে ছাড়িয়ে গেছে তারা। বায়ার্ন-বেনফিকা, দুই দলই চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পাঁচবার করে হেরেছে। আর জুভেন্টাস অষ্টম ফাইনাল খেলতে নেমে ষষ্ঠবার হারল। বাকি দুইবার শিরোপা জিতেছে তারা।
আগে ইউরোপিয়ান কাপ নামে পরিচিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সবচেয়ে বেশি হারা চার দল।
*জুভেন্টাস (৬) -১৯৭৩, ১৯৮৩, ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০১৫।
* বায়ার্ন মিউনিখ (৫) -১৯৮২, ১৯৮৭, ১৯৯৯, ২০১০ ও ২০১২।
* বেনফিকা (৫) -১৯৬৩, ১৯৬৫, ১৯৬৮, ১৯৮৮ ও ১৯৯০।
* এসি মিলান (৪) ১৯৫৮, ১৯৯৩, ১৯৯৫ ও ২০০৫।
মন্তব্য চালু নেই