সাপের পা দেখুন ভিডিও তে

সাপের পাঁচ পা দেখেছেন নাকি? বাস্তবে সাপের পাঁচ পা নেই বিধায় অবাস্তব বস্তুকে বোঝানোর জন্যই প্রবাদটি ব্যবহৃত হয়ে থাকে। তবে এ প্রবাদ বোধ হয় আর প্রবাদ থাকছে না। বাস্তবেই সাপের পায়ের সন্ধান মিলেছে। আর এ ঘটনাটি ঘটেছে ফিলিপিনে।

স্বরীসৃপ জাতীয় প্রানী সাপের বাস্তবে কোন পা নেই। মূলত: বুকের ওপর ভর দিয়ে সাপ চলাফেরা করে। ফিলিপিনের ইসাবেলা প্রদেশের মালিং শহরে এক তরুণ বাসা পরিস্কার করতে গিয়ে একটি সাপের সন্ধান পান। আতঙ্কিত ওই তরুণ সঙ্গে সঙ্গে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। সাপের মৃতদেহটি সরাতে গিয়ে একটি বিস্ময়কর ব্যাপার তার চোখে পড়লো। আর সেটি হচ্ছে সাপটির দুটি পা রয়েছে। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ায় ওই তরুণের বাড়িতে উৎসুক লোকের ভীড় জমে। উৎসুক জনতার কারো মতে, সাপটি ছিল সৌভাগ্যের প্রতীক, আবার কারো মতে এটি পৃথিবী ধ্বংসের আলামত। আর কারো মতে, এটি জিনগত ত্রুটি ছাড়া আর কিছুই নয়।



মন্তব্য চালু নেই