যৌন মিলনে অর্ধেক মানুষই অন্যকে চিন্তা করেন-গবেষণা তথ্য
আপনি হয়তো ভাবেন যৌন মিলনের সময় আপনার সঙ্গিনী শুধুমাত্র আপনার কথাই চিন্তা করেন। কিন্তু দু:খজনক হলেও সত্য যে আপনার ধারণাটি ভুল!
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে শতকরা ৪৬ জন নারী এবং ৪২ জন পুরুষ যৌন মিলনের সময় সঙ্গীকে বাদ দিয়ে অন্য মানুষের কথা চিন্তা করেন।
নারীদের ক্ষেত্রে এ বিষয়টি আরো আশ্চর্যজনক। বেশিরভাগ নারীই তার সঙ্গীর সাথে মিলনের সময় তার কোন সহকর্মীর কথা চিন্তা করেন বলে গবেষণাটি জানায়।
সম্প্রতি এক হাজার ৩শ’ জনের জরিপ পরিচালনা করে এ তথ্য দাবি করেছে সেক্সটয় বিক্রেতা ‘লাভহানি’ নামের একটি প্রতিষ্ঠান।
গবেষণায় আরো দেখা গেছে শতকরা আট জন নারী এবং দুই জন পুরুষ তাদের অফিসের বসের সঙ্গে যৌন মিলন করেন।
মন্তব্য চালু নেই