দেখে নিন আবেদনময়ী ফুটবলার-সঙ্গীদের কিছু ছবি
ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে নিয়মিতই খবরের পাতায় আলোচনায় আসেন ফুটবলাররা। আর ফুটবলারদের সৌজন্যে কখনও কখনও শিরোপানামে উঠে আসেন তাদের স্ত্রী কিংবা বান্ধবীরাও। তবে অনেক ফুটবলারের সঙ্গীই আছেন যারা নিজেদের পরিচয়েও আলাদা করে জায়গা করে নিয়েছেন। নিচে বিশ্ব ফুটবলের সেরা কয়েকজন ফুটবলার-সঙ্গীদের আকর্ষণীয় এবং আবেদনময়ী কিছু ছবি দেওয়া হলো।
ইরিনা শায়েক। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক গার্লফ্রেন্ড
জার্মান তারকা মারিও গোয়েৎজের বান্ধবী এন ক্যাটরিন ব্রোমেল
ম্যানচেস্টার ইউনাইটেডের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার বান্ধবী এডুর্নি
হল্যান্ডের ওয়েসলি স্নেইডারের বান্ধবী ইউলানথ কাবাউ স্নেইডার
বার্সেলোনার আর্জেন্টাইন স্টাইকার লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো
রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কারবোনেরো
ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার ইডেন জিকোর বান্ধবী অ্যামরা সিলাজজিক
মন্তব্য চালু নেই