আনুশকার সামনে কেঁদেছিলেন কোহলি !
হ্যাঁ, বলিউড অভিনেত্রী প্রেমিকা আনুশকার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট মান্থলিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন স্বয়ং বিরাট।
তবে কান্নাটা ছিলো আনন্দের কান্না। টেস্ট অধিনায়ক হতে চলেছেন, সেটা বুঝেই কেঁদেছিলেন কোহলি।
ধোনির হঠাৎ করে অবসরের ঘোষণা দেওয়ার পর অবাক হয়েছিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সেই সময়টা নিয়ে কোহলি ক্রিকেট মান্থলিকে বলেন, ‘সবাই অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে কি,সেই সময় তাৎক্ষণিকভাবে মনে হয়নি আমি টেস্ট অধিনায়ক হতে পারব। আবেগ কিছুটা থিতিয়ে এলে ঘণ্টা দেড়েক পর আমি রুমে যাই। আনুশকাকে খবরটা জানাই। ওর প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেন হুট করে এমনটা হলো,কেন ধোনি সরে দাঁড়াল।
তিনি আরো বলেন, ‘একটু পর আমি আর আনুশকা বুঝলাম, আমিই ভারতের টেস্ট অধিনায়ক হতে চলেছি,শুধু এক দুটো ম্যাচের জন্য নয়,স্থায়ীভাবে। ঠিক সেই সময় আমি কান্নায় ভেঙে পড়ি। কারণ এটার প্রত্যাশা আমি করিনি।’
কোহলি জানান, তার ভাবনাতেই ছিলো না মাত্র ২৬ বছর বয়সে ভারতের স্থায়ী টেস্ট অধিনায়ক হবেন তিনি।
বিশ্বকাপের আগে মাত্র একটি টেস্টে অধিনায়কত্ব করলেও, বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে তার মূল দায়িত্ব।
মন্তব্য চালু নেই