বুফনের বিশ্বাস মানুষ হয়েই পৃথিবীতে ফিরবেন মেসি !

বিশ্ব ফুটবলের বিষ্ময় এক নাম মেসি। গোলের পর গোল আর রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন লিওনেল মেসি। এখন তাকে ‘ভিনগ্রহের মানুষ’ হিসেবে অাখ্যা দেয় ফুটবলবোদ্ধারা। এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ জুভেন্টাসের গোলরক্ষকও বললেন তা।

আগামী ৬ জুন বার্লিনের অলিম্পিক্স স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা এবং জুভেন্টাস। আর এই ম্যাচে মাঠে বল গড়ানোর আগে প্রতিপক্ষের সেরা তারকার প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাসের অভিজ্ঞ গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

জুভেন্টাসের এই ইতালিয়ান গোলরক্ষক মেসির প্রশংসায় বলেন, ‘মেসি আসলেই ভিন্ন গ্রহের লোক, যে আমাদের মতো মানুষের সঙ্গে খেলে।’ লিওনেল মেসি যদি নিজের সেরা ফর্মে থাকেন তাহলে তাকে আটকানোটা কারও পক্ষেই সম্ভব নয়। সেটাও মানেন বুফন।

আর এই কারণেই ফাইনালে মেসি সম্পর্কে বুফন বলেন, ‘আমরা আশা করি, ৬ জুন মেসি পৃথিবীতে ফিরবে এবং আমাদের মতো একজন মানুষও হয়ে যাবে। এবং ভিনগ্রহ নয়, পৃথিবীর একজন মানুষের বিপক্ষে আমরা খেলতে চাই৷’



মন্তব্য চালু নেই