দীর্ঘ ১৭ বছর পরে করণের সিনেমায় অ্যাশ

করণ জোহর নির্মিত বহুল জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ এর জন্য প্রথম পছদ ছিল ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু নানা ব্যস্ততার কারণে পরে সিনেমাটি করা আর সম্ভব হয়নি অ্যাশের। তবে এবারে দীর্ঘ ১৭ বছর পরে এ নিয়ে মুখ খুললেন করণ ও অ্যাশ।

করণ যতবারই অ্যাশকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছেন, অ্যাশ পরে ভদ্রভাবে তা ফিরিয়ে দিয়েছেন। এতে অবশ্য ঐশ্বরিয়াকে কোন দোষ দেয়া যায় না। কারণ এই সিনেমাগুলো ফিরিয়ে দেয়ার কারণ ছিল তার শিডিউলের ব্যস্ততা। তবে করণের ‘এ দিল হ্যায় মুশকিল’ এ এবারে অভিনয় করতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

তবে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পালা শেষ করে করণ ও ঐশ্বরিয়া একত্রে কাজ শুরু করতে যাচ্ছেন। আর করণের সিনেমায় অ্যাশকে দেখার জন্য ভক্তদের প্রহর গোনা শুরু হয়ে গেল।



মন্তব্য চালু নেই