পানি ছাড়াই ৬ দিন বাঁচল মাছ !

সেদিন দুর্লভ এই কাণ্ড দেখে সকলে আশ্চর্যচকিত হয়েছেন। দেখা যায় একটি মাছ পানি থেকে ডাঙায় উঠে আসে। এবং ছয় দিনেরও বেশি সময় ধরে মাছটি জীবিত ডাঙায় পরে থাকে। গত কয়েকদিন ঘটনাটি উত্তর অস্ট্রেলিয়াতে ঘটে। খবর মেট্রো।

জেমস কুক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মাছটির উচ্চাসন ফুলকা ও ফুসফুস রয়েছে। কিন্তু যদি এভাবে মাছ ডাঙায় আক্রমনাত্মক আরোহণ করার সাফল্য লাভ করে তাহলে অস্ট্রেলিয়ান বন্যপ্রাণীর জন্য একটি ‘প্রধান দুর্যোগ’ সৃষ্টি হতে পারে।

এটি পাপুয়া নিউ গিনি এর একটি নেটিভ মাছ। বড় বড় পাখি ও বৃহদাকার মাছের শ্বাসনালীর ভিতর ঢুকে তাদের বিষ ছাড়ার মাধ্যমে এদের মৃত্যুর কারণ হতে পারে।

বাস্তব্যবিদ্যাবিদ নাথান অয়ালথাম বলেন, সাধারণত যখন তাদের নতুন একটি এলাকায় বংশবৃদ্ধি করতে দেখা যায়, তারা অন্যান্য বাসস্থানের ভারসাম্য ব্যহত করতে পারে।

এ পর্যন্ত অস্ট্রেলিয়ায় কিছু ভূমিতে এই মাছ দেখা গিয়েছে, বিজ্ঞানীরা তাদের অগ্রগতি নিরীক্ষণ করছেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই