বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা (ভিডিও)
সিনেমা তৈরির খরচে নতুন রেকর্ড গড়েছে বলিউড। এসএস রাজামউলির আপকামিং বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটিতে খরচ হয়েছে ২২০ কোটি টাকা। যা এখনও পর্যন্ত বলিউডে রেকর্ড।
সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটির হিন্দি সংস্করণের ট্রেইলার মুক্তি পেয়েছে গত ১ জুন, সোমবার। সিনেমাটি মুক্তি পাবে তামিল ও তেলুগু ভাষায়। হিন্দি, ইংরেজি, মালায়ালাম ও ফরাসি ভাষায়ও ডাবিং হয়েছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছে ভারতের দক্ষিণী সিনেমার তারকা প্রভাস, রানা দাগ্গুবাতি, আনুশকা শেঠী এবং তামান্না।
বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটির হিন্দি সংস্করণ প্রযোজনা করেছে করণ জোহরের সংস্থা ধর্মা প্রোডাকশনস। সিনেমাটি কতটা সাফল্য পাবে, তা ভবিষ্যতই বলবে। কিন্তু ট্রেইলারেই বোঝা যাচ্ছে, প্রযুক্তির দিক থেকে বাহুবলি-দ্য বিগিনিং সব নজির ছাপিয়ে যাবে।
ভারতীয় পুরাণের ওপর তৈরি চিত্রনাট্যের এই সিনেমাটিতে অত্যাধুনিক Arri Alexa XT ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা হলিউডের খুব বড় বাজেটের সিনেমাতেই ব্যবহৃত হয়। বাহুবলি- দ্য বিগিনিং-এর হিন্দি সংস্করণ মুক্তি পাবে ১০ জুলাই।
দেখুন: বাহুবলি- দ্য বিগিনিং সিনেমাটির ট্রেইলার
মন্তব্য চালু নেই