এসএসসির পাসের খবর জানাতে গিয়ে গণধর্ষণের শিকার এক শিক্ষার্থী

সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থীকে প্রেমিকসহ তার দুই বন্ধু মিলে গণধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিবার সন্ধ্যার এ ঘটনা ঘটে।

নির্যাতিতা শিক্ষার্থী জানায়, হৃদয় নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এসএসসি পাসের খবর জানাতে সে ছেলেটির সঙ্গে দেখা করতে যায়। একপর্যায়ে হৃদয় ধর্ষণ করে তার অপর দুই বন্ধু মার্কিন ও বিরুর কাছে তাকে ফেলে চলে যায়। পরে তারাও তাকে ধর্ষণ করে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষকরা পলাতক রয়েছে।

গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিয়াজ মোহাম্মদ জানান, তার পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।



মন্তব্য চালু নেই