কুমিরের কামড়ে ভাঙ্গল গাড়ী! (ভিডিও সহ)
ইচ্ছা ছিল এক চমকপ্রদ ভিডিও তোলার। যা দেখে চমকে যাবে সবাই। তেমন ভিডিও উঠলও। কিন্তু, তার জন্য যে মূল্য চোকাতে হল গাড়িচালককে, সেটা অবশ্য তাঁর ধারণার বাইরে ছিল।
ইউটিউবে ভিডিও আপলোড করার উদ্দেশ্যে কুমিরকে ভয় দেখানোর চেষ্টা করছিলেন ১ ব্যক্তি। কুমিরটির দিকে খুব শ্লথগতিতে এগিয়ে যায় গাড়িটি। তবে বিষয়টি পছন্দ হয়নি কুমিরের। তাই গাড়িটি কাছাকাছি আসতেই একবার ভয় দেখিয়ে গাড়িচালককে সতর্ক করে সে।
কিন্তু, চালক নাছোড়বান্দা। তাকলাগানো ভিডিও তাঁকে তুলতেই হবে। তাই গাড়িটিকে কুমিরের আরও কাছে নিয়ে যায় সে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই শক্তিশালী গাড়িটির সামনের কিছু অংশ আলাদা হয়ে যায় কুমিরের হামলায়।
মন্তব্য চালু নেই