মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতার মামলায় জামায়াত কর্মী গ্রেফতার
রংপুরের মিঠাপুকুরে সন্ত্রাস ও নাশকতার মামলায় জামায়াত কর্মী আবু তাহের (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ইমাদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, শনিবার রাতে উপজেলার ইমাদপুরের রতিয়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে জামায়াত কর্মী আবু তাহেরকে গ্রেফতার করা হয়। তার নামে সন্ত্রাস ও নাশকতার দুটি মামলা রয়েছে। আজ রবিবার জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই