ঠাকুরগাঁয়ের সেরা ১০ স্কুল: সরকারী বালিকা-বালক ১ম-২য়, সরকারী বনিক বালিকা ৩য়

এবারের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার সেরা ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ঠাকুরগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১ম, সরকারী বালক উচ্চ বিদ্যালয় ২য় এবং পীরগঞ্জ সরকারী বনিক বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেছে।

এর মধ্যে শীর্ষ স্থানে থাকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২১৭ জন। পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৩ জন।

এদিকে প্রতিবছরই জেলায় শীর্ষে স্থানে থাকলেও এবার ২য় অবস্থান ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ২২৪জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন।

৩য় স্থানে পীরগঞ্জ বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরীক্ষা দিয়েছে ৭২ জন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

৪র্থ স্থানে রানীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

৫ম স্থানে নেকমরদ আলীমুদ্দিন সরকারি সরকারি উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।

৬ষ্ঠ স্থানে পীরগঞ্জ পাইলট হাইস্কুল, জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

৭ম স্থানে ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পেয়েছে ১৩জন।

৮ম স্থানে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

নবম স্থানে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।

১০ম স্থানে বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।



মন্তব্য চালু নেই