‘দৃশ্যম’ সিনেমায় অজয়ের ফাস্ট লুক প্রকাশ
সিঙ্গাম রিটার্নস সিনেমায় সাহসী পুলিশ কর্মকর্তার চরিত্রের পর এবার অজয় দেবগনকে দেখা যাবে মধ্যবিত্ত ফ্যামিলিম্যানের চরিত্রে।
মালায়াম সিনেমা দৃশ্যম এর বলিউডি রিমেক বানাচ্ছেন পরিচালক নিশিকান্ত কামার। আর এই সিনেমাটিতেই একজন সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের চরিত্রে অভিনয় করছেন অজয়। সম্প্রতি টুইটারে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফাস্ট লুক। তবে একটি নয়, একসঙ্গে দুইটি।
একটি ছবিতে কাপ হাতে সাইকেল পেছনে একটি বেঞ্চে বসে রয়েছেন তিনি। অন্যদিকে সিনেমাটির নায়িকা শ্রীয়া সারানের সঙ্গে রয়েছেন তিনি। দুটো ছবিতেই পুরোদস্তুর সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের ভূমিকায় দেখা গেছে অজয়কে। তবে সিনেমাটির আরেক নায়িকা টাবুকে দুটো ছবির কোনোটিতেই দেখা যায়নি। সিনেমাটিতে আইজি মিরা চরিত্রে অভিনয় করছেন টাবু।
মন্তব্য চালু নেই