বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯৭ দশমিক ৬৬

চলতি বছর এসএসসি পরীক্ষায় দেশের বাইরের ৮টি কেন্দ্রে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৯৭ দশমিক ৬৬ শতাংশ পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন।

শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি পরীক্ষার ফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশের আটটি কেন্দ্রে অংশ নেওয়া ২৯৯ শিক্ষার্থীর মধ্যে ২৯২ জন পাস করেছে, পাসের হার ৯৭ দশমিক ৬৬ শতাংশ।

বিদেশে যেসব কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মধ্যে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ফল সবচেয়ে ভাল হয়েছে। স্কুলটির ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। রিয়াদের বাংলাদেশ এম্বাসি স্কুল থেকে ৮৪ জনের মধ্যে ৭৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। ত্রিপোলী বাংলাদেশ কমিউনিটি স্কুলের ৮ জনের মধ্যে ৭ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে একজন। কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুলের ৭১ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ২১ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বাহরাইনের বাংলাদেশ স্কুলের ১২ জনের সবাই পাস করেছে। রাস আর খাইমার বাংলাদেশ ইসলামিয়া স্কুলের ১৬ জনের সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ জন। ওমানের বাংলাদেশ স্কুলের ৭ জনের সবাই পাস করেছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি।

গত বছর এসএসসিতে বিদেশের সাতটি কেন্দ্র থেকে ৯৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসেবে এবার বিদেশের কেন্দ্রে পাসের হার কমেছে শূন্য দশমিক ৬৩ শতাংশ পয়েন্ট। গত বছর বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ৮২ জন।



মন্তব্য চালু নেই