মৌমাছির সাথে সময় কাটান অভিনেতা

এমন কিছু মানুষ থাকেন, যাদের একটা কথায় ঘটে যেতে পারে বিপ্লব, জড়ো করে ফেলতে পারে হাজার মানুষের ঢল। সেই মানুষ যদি হন প্রবাদপ্রতীম অভিনেতা মর্গান ফ্রিম্যান, তাহলে তো কথাই নেই। মর্গান ফ্রিম্যান যখন তার সেই সুবিখ্যাত ব্যারিটোনে বলে ওঠেন, কেন মৌমাছিদের বাঁচানোর এখনই উদ্যোগ নেয়া হবে না। তখন সারাবিশ্ব নড়ে চড়ে বসে।

শুধুমাত্র মৌমাছি সংরক্ষণ নিয়ে কথা বলেই কাজ সেরে ফেলেননি মর্গান ফ্রিম্যান। বরং মিসিসিপিতে তার ১২৪ একর খামারবাড়িটিকে মৌমাছিদের থাকার যোগ্য করে তৈরি করেছেন। মৌমাছি দেখভাল করতে করতেই দিন কেটে যায় তার।

মৌমাছিকে চিনি ও জল খাওয়ানো, সবই মর্গান করেন নিজে হাতেই। এ কাজে তাকে সাহায্য করেন তার মালী। এত বড় এলাকাজুড়ে ক্লোভার, ল্যাভেন্ডার ও ম্যাগনোলিয়ার মতো গাছ লাগান তিনি যাতে মৌমাছিরা আকৃষ্ট হয়।

এ কাজে বেশ কয়েক বছর কেটে গেছে তার। ফ্রিম্যান জানিয়েছেন, মৌমাছির সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। তাতেই তিনি দুশ্চিন্তায় আছেন। সে কারণেই এ উদ্যোগ নিয়েছেন তিনি। একটি সাক্ষাত্‍‌কারে মর্গান জানিয়েছেন, পৃথিবীর অস্তিত্ব বজায় রাখার জন্যই মৌমাছি বাঁচানোর উদ্যোগ নেয়া উচিত।



মন্তব্য চালু নেই