ঢাকা বোর্ডের শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
এবার এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে শীর্ষে স্থান করে নিয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
রাজউক উত্তরা মডেল কলেজ এবার তাদের শীর্ষ স্থান হারাল। এসএসসিতে এ বছর দ্বিতীয় হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে বেশ কয়েক বছর এই শিক্ষা প্রতিষ্ঠান শীর্ষস্থান দখল করে রেখেছিল। তৃতীয় স্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
চতুর্থ স্থানে রয়েছে ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম স্থানে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ৬ষ্ঠ মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়, সপ্তম টঙ্গীর সাইফুদ্দিন সরকার একাডেমি, অষ্টম ময়মনসিংহ জেলা স্কুল, নবম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, দশম ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও নরসিংদীর এন কে এম হাইস্কুল অ্যন্ড হোমস, ১১তম ঢাকার কাফরুল শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, ১২তম ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ১৩তম মির্জাপুর ক্যাডেট কলেজ, ১৪তম ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ হাই স্কুল, ১৫ তম মতিঝিল মডেল হাই স্কুল, ১৬তম ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭তম ঢাকার গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ১৮ তম মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৯ তম ঢাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এবং ২০ তম ঢাকার শহীদ বীর উত্তম আনোয়ারা গার্লস কলেজ।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৭.০৪। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন। এর মধ্যে ৫ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.০২। আর কারিগরিতে পাসের হার ৮৩.০১।
মন্তব্য চালু নেই