যেমন খাবার পছন্দ মাশরাফির
মাশরাফি বিন মুর্তজা; ডাক তার তার কৌশিক। দেশের শীর্ষস্থানীয় একটা পত্রিকা মুখোমুখি হয়েছিল তার মা হামিদা মুর্তজার।
তার কাছে প্রশ্ন ছিল, ‘মাশরাফি, মানে আপনার কৌশিক কী খেতে ভালোবাসে?’ জবাবে বললেন, ‘ওর প্রিয় খাবার আলুভর্তা, ডাল আর ভাত।’
যদিও একই লেখায় মাশরাফি নিজের পছন্দের খাবারের ব্যাপারে ভিন্ন তথ্যই দিলেন। বললেন, ‘আমার পছন্দের খাবার কই মাছ আর গরুর মাংস।’
মন্তব্য চালু নেই