উত্তরায় ডাক্তারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
রাজধানীর উত্তরায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে যৌনহয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের ডাক্তার বুলবুল আহমেদ খান এর চেম্বারে এই নেককারজনক ঘটনাটি ঘটে।
জানা গেছে, রোগী রুনা আক্তার দীর্ঘ ১ মাস যাবত ড. বুলবুল আহমেদ এর কাছে মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। বরাবরের মত বৃহস্পতিবার রুনা চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তারের সাথে দেখা করতে আসলে তার সাথে থাকা শাশুরিকে ডাক্তার সাহেব বাহির করে দিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। এরপর এক ঘন্টা নানা রকম যৌন উস্কানিমূলক কথা বলে চিকিৎসার নামে রোগিনীর দেহের স্পর্ষ কাতর স্থানে জোর পূর্বক হাত দেন ।
এক পর্যায়ে ডাক্তারের এমন পাশবিক আচরনে ভয় পেয়ে রোগিনী বেড়িয়ে এসে শাশুরিকে বিষয়টি খুলে বলে কান্না করতে থাকেন।
পরে রোগিনীর পরিবার হাসপাতালের পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করলে কর্তৃপক্ষ তাৎক্ষনিক মনোরোগ বিভাগের ডাক্তার বুলবুল আহমেদ খানকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদান করেন।
এ ব্যাপারে রোগী নিজে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলী হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে বাদীর অভিযোগের ভিত্তিতে পুলিশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
মন্তব্য চালু নেই