জুরাসিক পার্কের মালিক যখন ইরফান খান
তিনি শুধু বলিউডের ব্যতিক্রমী অভিনেতাই নন, বলিপাড়া ছাড়িয়ে হলিউডের ছবিতেও প্রায়ই দেখা যায় তাঁকে৷ ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এ অভিনয় করতে দেখা যাবে ইরফান খানকে৷ সম্প্রতি প্রকাশিত হল সে ছবিতে তাঁর ফার্স্ট লুক৷
জুরাসিক পার্কের সিইও সিমন মাসরানির ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ সম্প্রতি প্রকাশিত ভিডিওতে তাঁর সঙ্গে দেখা গেল অভিনেত্রী ব্রায়াস ডালাস হাওয়ার্ডকে৷
বলিউডে তাঁর ‘পিকু’ রমরমিয়ে চলছে৷ পাশাপাশি হলিউডেও একাদিক ছবিতে কাজ করছেন তিনি৷ ড্যান ব্রাউনের উপন্যাস অবলম্বনে ‘ইনফার্নো’ ছবিতে টম হ্যাঙ্কসের সঙ্গে দেখা যাবে তাঁকে৷ সে ছবির স্ক্রিপ্ট রিডিং পর্বও শুরু হয়ে গেছে৷ তবে আপাতত সামনে ‘জুরাসিক ওয়ার্ল্ড’৷ ইরফানের কথায়, এছবি এমনই যে বাবা-মায়েদের ঘুম ছুটবে৷ অর্থাৎ বাচ্চাদের বিনোদনের সবরকম উপাদানই থাকছে এ ছবিতে৷ ছবিমুক্তি পাবে ১২ জুন৷
মন্তব্য চালু নেই