বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে : দারা

রাজশাহী ‘বাংলাদেশের আকামচুম্বী উন্নয়ন দেখে বিএনপি জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। এদেশের যা কিছু অর্জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী তথ্য অফিসের আয়োজনে পুঠিয়া-দূর্গাপুরের সরকারের বিগত ছয় বছরের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।

এমপি আব্দুল ওয়াদুদ বলেন, ‘বিএনপি জামায়াত লুটপাট নির্যাতন ও হত্যার রাজনীতিতে বিশ্বাসী। তারা জনগণের পাশে না থেকে পেট্রোলবোমা মেরে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। কিন্তু এদেশের জনগণ তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। বিএনপি-জামায়াতের পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। কারণ তারা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি এদেশে আর মাথাচাড়া দিতে পারবে না। কেননা এদেশের জনগণ স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পেরেছে। এদেশের নতুন প্রজন্ম জানতে পারছে রাজাকাররা মা-বোনদের কিভাবে ধর্ষণ করেছিল। জনগণের কাছে তাদের প্রকৃত চেহারা উন্মোচন হয়েছে।’ ‘পুঠিয়া-দূর্গাপুর উপজেলায় প্রায় ৫৮৪ কোটি টাকার উন্নয়ন হয়েছে।’

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিয়াকত আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এসএম একরামুল হক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিমুজ্জামান মন্টু, দূর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, সাধারণ সম্পাদক আজাহার আলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী জেলা তথ্য অফিসার মুহা. শামসুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে রসকস গম্ভীরা দল গম্ভীরা পরিবেশন করে।



মন্তব্য চালু নেই