প্রিয় পুরুষের কানে কানে বলুন ভালোবাসার এই ১৫টি কথা !

প্রশংসা শুনতে নারীরা অনেক বেশী ভালোবাসেন, কিন্তু তাঁরা প্রশংসা করেন কি? যদি মনে করে থাকেন যে পুরুষেরা প্রশংসা শুনতে চান না, তাহলে খুবই ভুল করছেন আপনি। বরং পুরুষেরা তার সঙ্গিনীর মুখ থেকে কিছু বিশেষ কথা শোনার জন্য মুখিয়ে থাকেন। আর যখন এই বাক্যগুলোই সঙ্গিনী তাঁকে নিয়মিত বলেন, প্রেমিকা বা স্ত্রীর জন্য পুরুষের ভালোবাসা অনেকটা বেড়ে যায় তখন। ভালোবাসার সম্পর্কটিকে করে তুলতে চান অনেক বেশী মধুর? প্রিয় পুরুষের কানে কানে বলুন এই ১৫টি ভালোবাসার কথা।
১) তিনি একটা চমৎকার কিছু করলে মন খুলে উচ্ছসিত হতে তার প্রশংসা করুন আর দেখুন মুখটা কেমন আলোকিত হয়ে উঠেছে তাঁর।
২) প্রিয় পুরুষকে প্রায়ই জানান যে তাঁর প্রেমিকা বা স্ত্রী হতে পেরে আপনি গর্বিত।
৩) তিনি দিনশেষে বাড়ি ফিরে এলে জানান যে আপনার খুব ভালো লাগছে তাঁকে কাছে পেয়ে।
৪) তাঁকে কখনো জানাতে ভুলবেন না যে আপনি তাঁকে চোখ বুঝে বিশ্বাস করেন ও ভরসা করেন।
৫) “আমি জানি তুমি সবসময় ঠিক কাজটি করবে”- এই একটি কথা আপনার পুরুষকে অসাধ্যও সাধন করতে উদ্বুদ্ধ করবে।
৬) যত যাই হোক, আপনি যে সর্বদা তাঁর পাশে আছেন সে কথা জানাতে ভুলবেন না।
৭) তাঁর আশ্রয়ে যে আপনি নিরাপদ অনুভব করেন, স্বস্তি অনুভব করেন- সেটাও তাঁকে জানাবেন প্রায়ই।
৮) নিজে ভুল করলে সেটা স্বীকার করুন আর খুব মিষ্টি করে বলুন যে “আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম”।
৯) “স্যরি” বলতে শিখুন। মেয়েরা সাধারণত স্যরি বলতে চান না। আর তাই নারীর দুঃখপ্রকাশ পুরুষের কাছে কোন ভালোবাসার বাক্যের চাইতে কম নয়।
১০) স্বামীকে প্রায়ই জানাবেন যে তাঁকে বিয়ে করে আপনি কতটা সুখী।
১১) যে কোন ব্যাপারেই স্বামীর মতামতকে গুরুত্ব দিন। তাঁকে জানান যে তাঁর মতামত কতটা গুরুত্বপূর্ণ আপনার কাছে।
১২) স্বামীকে মূল্যায়ন করুন, তাঁর ভালোবাসার ও কাজের সঠিক মূল্যায়ন প্রকাশ করতে যা যা বলতে হয় বলুন।
১৩)তিনি একজন ভালো বাবা বা কোন একদিন ভালো বাবা হবেন, সেটা জানাতেও ভুল্বেন না।
১৪) ক্ষমা করতে শিখুন আর সেটা সুন্দর করে প্রকাশ করতেও।
১৫) সর্বোপরি, সুন্দর করে ভালোবাসি বলতে শিখুন। কেবল “আই লাভ ইউ” নয়, এমন ভাবে ভালোবাসি বলুন যেন তা প্রিয় মানুষটির মন পর্যন্ত পৌঁছে।
সূত্র
familyshare



























মন্তব্য চালু নেই