সাতক্ষীরার কলারোয়ায়
উপজেলা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ডিসি
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় হেলাতলা ইউনিয়ন ১-০ গোলে কেঁড়াগাছি ইউনিয়নকে পরাজিত করেছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার দ্বিতীয়ার্ধের ১২মিনিটে বিজয়ী হেলাতলা দলের ৯নং জার্সিধারি জাকির জয়সূচক একমাত্র গোলটি করেন। ৮দলীয় এ টুর্নামেন্টের ১ম রাউন্ডের প্রথম খেলায় জয়ের মাধ্যমে হেলাতলা ইউনিয়ন সেমিফাইনাল নিশ্চিত করলো। খেলা পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন, মিয়া মো.ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন ও রাশেদুল হাসান। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন আলহাজ্ব আ.রহিম বাবু। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মীর রফিকুল ইসলাম, আবু বক্কর ছিদ্দীক, মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি খেলাও উপভোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে আয়োজিত জমকালো ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ও উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ভূট্টোলাল গাইন, কপাই সভাপতি অধ্যাপক আবুল খায়ের, সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, সাংবাদিক নেতা প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, অধ্যাপক কেএম আনিছুর রহমান, ক্রীড়া সংগঠক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা যুবলীগ আহবায়ক কাজী সাহাজাদা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান তুহিন, শেখ মাসুমুজ্জামান মাছুম, শহিদুল ইসলাম, আরিফ খাঁন চৌধুরী, মোশাররফ হোসেন, সাংবাদিক গোলাম রসুল প্রমুখ। বুধবার একই মাঠে সোনাবাড়িয়া ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করবে কুশোডাঙ্গা ইউনিয়নের।
মন্তব্য চালু নেই