অবশেষে ওয়েস্ট ইন্ডিজ ছেঁটে ফেলল সেই বিখ্যাত ক্রিকেটারকে

আইপিএল খেলতে আসায় ক’দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং কোচ বলেছিলেন খেলোয়ারদের টি-২০ না হয় জাতীয় দল বেছে নিতে হবে। সেই হিসেবে ক্রিস গেইল কিংবা ব্র্যাভোদের দল থেকে বাদ পড়ার কথা। কিন্তু অনেকটা আচমকাই ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হল শিবনারিন চন্দ্রপলকে৷

২১ বছরের দীর্ঘ কেরিয়ারে বোর্ডের কাঁচির মুখে তাঁকে পড়তে হয়নি৷ আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ৷ সেই দলেই জায়গা হল না চন্দ্রপলের৷ শেষ এগারোটা ইনিংসে চন্দ্রপলের গড় মাত্র ১৬৷ ঠিক সেই কারণেই ক্লাইভ লয়েড অ্যান্ড কোং তাঁকে দলে রাখেনি৷ ওয়েস্ট ইন্ডিজদের মধ্যে চন্দ্রপলই সর্বাধিক টেস্ট (১৬৪টি) খেলেছেন৷ ১১ হাজার ৮৬৭ রান করে তিনিই ক্যারিবিয়ানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক৷ লারার (১১ হাজার ৯৫৩) পরেই রয়েছেন চন্দ্রপল৷

চন্দ্রপলের ব্যাপারে লয়েড বলছেন,‘ আমার মনে হয় এই সিদ্ধান্তে কোনও খারাপ লাগা থাকতে পারে না৷ চন্দ্রপলের সময় হয়ে এসেছে৷ ২০ বছরে ও যে খেলাটা খেলত খুব স্বাভাবিক ভাবেই চল্লিশে সেটা পারবে না৷ এটা বুঝতে হবে৷ ওর ফর্মও প্রায় তলানিতে এসে ঠেকেছে৷



মন্তব্য চালু নেই