শাহরুখ খানের হাঁটুতে সফল অস্ত্রোপচার

হাঁটুতে অস্ত্রোপচার। সে আর এমন কী ব্যাপার! কিন্তু সে হাঁটু যদি হয় কিং খানের, তা হলে তা শিরোনামে আসতে বাধ্য।

বৃহস্পতিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বলিউড বাদশা শাহরুখ খানের বাঁ হাঁটুতে ‘আর্থ্রোস্কোপিক সার্জারি’ করা হয়। বেশ কিছু বছর ধরে বার বার একই হাঁটুতে চোট লাগার ফলে গত কয়েক মাস ধরে হাঁটুর ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন শাহরুখ। অনেক সময় ফুলেও যেত তাঁর হাঁটু। তাই অস্ত্রোপচার করাতে বাধ্য হন তিনি। ভবিষ্যতে হাঁটুর হাল ঠিক রাখার জন্যই অস্ত্রোপচারের প্রয়োজন ছিল বলে জানিয়েছেন চিকিতেসক সঞ্জয় দেশাই।

ডাক্তারের নির্দেশে দিন চারেক সম্পূর্ণ বিশ্রাম নেবেন কেকেআর-মালিক। অস্ত্রোপচারের পরেই শাহরুখ ট্যুইট করেন— ‘আমি যখন হাঁটুমুড়ে বসে প্রার্থনা করি যাঁরা আমার পাশে থাকেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’



মন্তব্য চালু নেই