জানেন কি মহানবী (সা.)এর কবরকে রওজা বলা হয় কেন?
শিরোনামে বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ। প্রতিটি মুসলমানকেই এ বিষয় বিস্তারিত জেনে রাখা খুবই দরকার। কারণ প্রত্যেক মুসলমানই রাসূল (সা.) এর কবর কে রওজা বলে থাকে। কিন্তু কেন বলে তা অনেকেই জানে না। আসুন আজকে এ বিষয়ে জেনে নিই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাফনস্থল বা কবরকে রওজা বলা হয়। কারণ হল, রওজা শব্দের অর্থ বাগান। এখানে রওজা বা বাগান দ্বারা উদ্দেশ্য, ‘জান্নাতের একটি বাগান।’ যেহেতু তাঁর কবরটি জান্নাতের নেয়ামতে ভরপুর একটি পবিত্র বাগান। তাই এ অর্থে তাঁর কবরকে ‘রওজায়ে আতহার’ (পবিত্র বাগান), রওজা শরিফ ইত্যাদি বলা হয়। সহীহ বুখারী ১/১৮৬; সহীহ মুসলিম ১/২০১; কবরকে রওযা বলা : জামে তিরমিযী ২/৭৩; (কবরে নিষিদ্ধ কার্যাবলি 🙂 সহীহ বুখারী ১/১৮৬; সহীহ মুসলিম ১/২০১; জামে তিরমিযী ১/৭৩)।
মন্তব্য চালু নেই