যিশুও সমকামী বিয়ের পক্ষে থাকতেন: এলটন জন

যিশু যদি বেঁচে থাকতেন, তবে এই সময়ে তিনিও সমকামী বিয়ে সমর্থন করতেন বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সংগীত শিল্পী এলটন জন।

রোববার স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জন একজন সমকামী। আগামী বছর তার পুরুষ সঙ্গী ডেভিড ফারনিশকে তিনি বিয়ে করতে যাচ্ছেন।

সমকামীতার বিষয়ে প্রশ্ন তুললে তিনি চার্চের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন।

তিনি বলেন, সময় বদলে গেছে। পুরনো অনেক কিছুই এখন অগ্রহণযোগ্যে। কিন্তু চার্চ সেগুলোকেই সমর্থন করে। আমরা একটা পৃথক সময়ে বাস করছি। যিশু যদি আজ বেঁচে থাকতেন, তবে তিনিও সমকামী বিয়ে সমর্থন করতেন। আমি তাকে কখনও দেখিনি। তবে আমি জানি তিনি মহৎ হৃদয়ের মানুষ।’

তিনি বলেন, ‘তার সবকিছুতেই ছিল ভালোবাসা আর ক্ষমার নীতি। তিনি সবাইকে একসঙ্গে জড়ো করার চেষ্টা করেছেন। তাহলে চার্চের এখন কী করা উচিত?’

তিনি জানান, আগামী বছরই তিনি তার পুরুষ সঙ্গীকে বিয়ে করবেন।



মন্তব্য চালু নেই