ভালোবাসার গল্প শোনাবেন সাকিব দম্পতি
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সেই আগ্রহের সঙ্গে যুক্ত হয়েছে এই তারকার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের নামটিও। তাই এবারের ঈদে নিজেদের ভালোবাসার গল্প নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন সাকিব দম্পতি।
ঈদ উপলক্ষে নির্মিত ‘স্টারনাইট’ শিরোনামের একটি অনুষ্ঠানে সাকিব-শিশির একে অপরের সঙ্গে পরিচয়ের গল্প, নিজেদের ভালোলাগা-ভালোবাসা, বিয়ে এবং দাম্পত্য জীবনের অনেক অজানা তথ্য ও ঘটনার কথা বলবেন। সেই সঙ্গে সাকিবের ক্যারিয়ারের সোনালি মুহূর্তের কিছু ছবির পাশাপাশি থাকছে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষকদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা।
কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নওশিন।
অজয় পোদ্দার প্রযোজিত ‘স্টারনাইট’ অনুষ্ঠানটি আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে।
মন্তব্য চালু নেই