বিপিএল ফিক্সিং: আজীবন নিষিদ্ধ লু ভিনসেন্ট

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্ট।

মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ক্রিকেট থেকে তাকে আজীবন নিষিদ্ধ করেছেন।

এর আগে গত ১৯ জুন বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানকে তিন বছরের নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ট্রাইব্যুনাল।

অবশেষে ৩৫ বছর বয়সী এই ডানহাতি কিউই ব্যাটসম্যান নিজেই স্বীকার করেছেন যে তিনি ম্যাচ গড়াপেটানোর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

নিউজিল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের কাছে নিজের অপকর্মের সবকিছুই স্বীকার করে বলেন, ‘আসলে আমি একজন প্রতারক। বিভিন্ন সময়ে ফিক্সিং করে টাকা নিয়ে পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করেছি।’

ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ফিক্সিংয়ের অন্ধকার জগতে জড়িত ছিলেন বলে জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘অনেক বছর ধরেই এ অন্ধকার জগতে বাস করছি। কয়েক মাস আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই জগত থেকে বের হয়ে আসব। সব সত্য বলে দেব।’

নিজের অপকর্মের বিষয় নিয়ে বলেন, ‘আমি দেশকে লজ্জা দিয়েছি, ক্রিকেটকে লজ্জা দিয়েছি। কাছের মানুষদের লজ্জা দিয়েছি। নিজের ওপর ও খেলাটার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম।’

নিউজিল্যান্ডের হয়ে জাতীয় দলে ২৩ টেস্ট ও ১০২ ওয়ানডে খেলেছেন তিনি। ভিনসেন্ট ২০০৭ সাল থেকেই জাতীয় দল থেকে বাদ পড়েন। জাতীয় দল ছেড়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশের ঘরোয়া লিগে খেলে থাকেন।



মন্তব্য চালু নেই