গর্ভাবস্থায় প্যারাসিটামল বিপদজনক!

গর্ভাবস্থায় নিয়মিত প্যারাসিটামল সেবন বিপদজনক বলে মন্তব্য করেছেন একদল গবেষক। ইঁদুরের উপর চালানো এক গবেষণার পর এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য দিয়েছেন।

তারা জানিয়েছেন, গর্ভাবস্থায় অনেকদিন ধরে প্যারাসিটামল খেলে তা জন্ম নেয়া ছেলে সন্তানের প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে গর্ভাবস্থায় শুধু অতিপ্রয়োজনে এবং অল্প সময়ের জন্য প্যারাসিটামল সেবন করতে পারবেন বলেও জানানো হয়েছে।

আর যাদের বেশি সময়ের জন্য এই ব্যাথানাশক ওষুধ সেবন করা প্রয়োজন তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে।

অথচ এতোদিন গর্ভবতীদের জন্য ব্যাথানাশক হিসেবে প্যারাসিটামলকেই নিরাপদ হিসেবে বিবেচনা করা হতো।

আবার অন্য গবেষকরা বলছেন, ইঁদুরের উপর চালানো গবেষণায় এ তথ্য পাওয়া গেলেও মানুষের শরীরে সেটা কতোটা প্রভাব ফেলবে তা এই মুহূর্তে বলা মুশকিল। কারণ নৈতিক কারণে একই পরীক্ষা গর্ভবতী কোনো নারীর উপর চালানো সম্ভব নয়।



মন্তব্য চালু নেই